ঢাকা, বুধবার   ০৩ সেপ্টেম্বর ২০২৫

জাবি ছাত্রীকে হেনস্থা, ২৮ বাস আটকে দিল শিক্ষার্থীরা

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৪, ৩ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে রাজধানী পরিবহন বাসের এক সহকারী ধাক্কা দেওয়ার ঘটনায় ২৮টি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার রাত থেকে বাসগুলো ক‍্যাম্পাসের অভ‍্যন্তরে রাখা হলেও এ নিয়ে এখনো সমাধান হয়নি। 
প্রশাসনের সংশ্লিষ্টরা বলছে, মালিকপক্ষকে খবর দেওয়া হয়েছে। দোষী ব‍্যক্তির সাথে অভিযোগকারীদের বসে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি গেট) কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী হালিমা আক্তার লোকপ্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।।

জানা গেছে, টিউশন শেষে সাভার থানা স্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠতে গেলে বাস সহকারী তাকে ওঠাতে চাননি। জোর করে বাসে ওঠার পর চালক ও সহকারী তাকে গালিগালাজ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ডেইরি গেটে নামার সময় ওই সহকারী তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে আহত হন। 

এ ঘটনা শুনে ওই শিক্ষার্থীর সহপাঠীরা মহাসড়কে চলাচলরত ২৮টি বাস আটক করে ক‍্যাম্পাসের অভ‍্যন্তরে রাখা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি